Saturday , July 20 2019
Home / বিশেষ-সংবাদ / বামদের হরতালে সমর্থন বিএনপির

বামদের হরতালে সমর্থন বিএনপির

বিডি লাইভ টিভি ডট নেট লিঃ

গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা অর্ধদিবস হরতালের কর্মসূচিতে সমর্থন জানিয়েছে বিএনপি।

শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির মানববন্ধনে এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, সরকার মেগা প্রজেক্টের কথা বলছে। এসব মেগা প্রজেক্ট এক একটা মেগা দুর্নীতি। গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে রবিবার যে হরতালের ডাক দেওয়া হয়েছে সেখানে আমরা সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

এসময় তিনি আরও বলেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে বেগম জিয়ার জামিন আটকে রাখা হয়েছে। এসময় দ্রুত বেগম জিয়ার মুক্তি দাবি করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতির জন্যই গ্যাসের দাম বৃদ্ধি করা হয়েছে। শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় বিএনপিকে জড়িয়ে সাজা দেওয়ার ঘটনার সমালোচনা করেন তিনি।

প্রসঙ্গত, আগামীকাল রবিবার (৭ জুলাই) গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারা দেশে আধা বেলা হরতালের ডাক দিয়েছে বামপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোট।

About habiba sakib

Check Also

রায়পুরায় মেঘনা নদীতে ভাঙন বিলীন হচ্ছে ঘরবাড়ি ও ফসলি জমি

এম,লুৎফর রহমান,নরসিংদী প্রতিনিধি ঃ নরসিংদীর রায়পুরায় কয়েক দিনে মেঘনার ক্রমাগত ভাঙনে শুধুমাত্র চরমধুয়া ইউনিয়নের দুই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *